বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা এবং স্ট্যাটাস

আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাইতে চাইলে এই পোস্টি আপনার জন্য খুবই উপকারী হবে। সবার জীবনে বন্ধু নামক প্রানী থাকে। বন্ধু আত্মার সাথে মিশে যায়, আপন ভাইয়ের মতো হয়ে উঠে। ছোট বেলা থেকে স্কুল, কলেজ ও ভার্সিটি এক সাথে কাটানো হয় বন্ধুদের সাথে। একসাথে ঘুরা, একসাথে আড্ডা দিতে দিতে আমরা এভাবে বড় হই। আর বড় হবার সাথে সাথে আমাদের দ্বায়িত্ব বেড়ে যায়, সেই সাথে বন্ধুদের সাথে বাড়ে দূরুত্বও নানাবিধ কারণে। শারীরিক দূরুত্ব বাড়লেও মনের দিক থেক দূরুত্ব বাড়ে না। আর বিশেষ করে সেটা আমরা বুঝতে পারি আমাদের প্রিয় বন্ধুর জীবনের স্পেশাল দিন গুলা আসলে। আর বন্ধুর জন্মদিন আসিলে তো আর কথাই নাই, যেখাই থাকি যে ভাবেই থাকি না কেন, বন্ধুর জন্মদিনে তার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, এস এম এস, ছন্দ বা ইউনিক বার্তা পাঠাতেই হবে। বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস জানানোর জন্য নিম্নে দারুন স্ট্যাটাস প্রদান করা হয়েছে,যেগুলো আপানার বন্ধুকে পাঠালে আপনার বন্ধু আনন্দিত হবে।

বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা স্ট্যাটাস

ক্ষুদ্র এ জীবনের জীবনের শ্রেষ্ঠ উপহার হলো একজন খাঁটি বন্ধু পাওয়া। যা সবার কপালে জুটে না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ।

💞🎂 💞 শুভ জন্মদিন বন্ধু 💞🎂 💞

বন্ধু আজ তোর জন্মদিনে দোয়া করি তর হ্যান্ডসাম চেহারা মlলিন হোক, আর তর সব গার্লফ্রেন্ড আমার হোক। আর হ্যা বন্ধু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নিস।

💞🎂 💞 শুভ জন্মদিন বন্ধু 💞🎂 💞

মানুষের দেহ যেমন আত্মা ছাড়া মূল্যহীন, ঠিক তেমনি আমার জীবন তোমার মতো বন্ধু ছাড়া মূল্যহীন, অপরিপূর্ণ। আমার অপূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।

🎂 💞শুভ জন্মদিন বন্ধু 💞🎂

💞🎂শুভ জন্মদিন আমার বিপদের বন্ধু💞🎂

তুমি যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা করো, মন থেকে দোয়া করি আল্লাহ যেনো তার উত্তম প্রতিদান দেন।

বন্ধু আজ তোমার একটা বিশেষ দিন,

দিনটা হয়ে উঠেছে রঙ্গিন।

পাখিগুলো গাইছে গান,

ফুলেরা সাজিয়েছে বাগান।

💞🎂  🥀 শুভ জন্মদিন প্রিয় বন্ধু।💞🎂🥀

বন্ধু তুই আকাশ তলে এক উজ্জ্বল তারা,
তোর হাসিতে জ্বলুক আলো, কাটুক সব আঁধারা।

তোর সুখে হোক ভরা তোর জীবনের গান,
শুভ জন্মদিন তোর, থাকিস অজেয় প্রমাণ।

💞🎂  🥀 শুভ জন্মদিন প্রিয় বন্ধু।💞🎂🥀

শতবার ফিরে আসুক এই শুভক্ষণ তোমার জীবনে। জন্মদিন তোমার সুন্দর ও ভাল কাটুক। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য। এভাবেই অনন্তকাল তোমার জীবন আনন্দ ও শুভক্ষণে থাকুক।

💞🎂  🥀শুভ জন্মদিন বন্ধু।💞🎂  🥀

বন্ধুর জন্মদিনে স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা নাও বন্ধু। তোমার মত একজন, গুনী ও ভালো মানুষের জন্মদিন আজকে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য। সবসময়ই ভালো থেকো।

💞🎂  🥀শুভ জন্মদিন বন্ধু।💞🎂  🥀

💞🎂  🥀শুভ জন্মদিন, জানের দোস্ত! দিনটি তোমার মতোই সুন্দর হোক।💞🎂  🥀
শুভ জন্মদিন, বন্ধু। আজ তোমার এই বিশেষ দিনটি সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক, এই কামনা করি। আমার বেস্ট বন্ধু প্রেমের রাজা।।

💞💞” শুভ জন্মদিন” বন্ধু।।💞💞

নিজেকে অনেক ধন্য মনে করি তোমার বন্ধু হতে পেরে। তুমি যেমন, আমার কাছে বিশেষ! তেমন তোমার জন্মদিনও আমার কাছে বিশেষ কিছু।

🎂  🥀শুভ জন্মদিন প্রিয় বন্ধু।🎂  🥀

জীবন হোক রঙিন তোর, স্বপ্নে ভরা,
প্রতিদিন কাটুক যেন আনন্দের ধারা।
বন্ধুত্বের এই বাঁধন থাকুক চিরকাল,
তুই থাকিস হাসিখুশি, এটাই আমার আকাল।

🎂শুভ জন্মদিন বন্ধু🎂

💞🎂💞শুভ জন্মদিন আমার কলকং যুক্ত বন্ধু💞🎂💞 জন্মদিনের শুভেচ্ছা নেওয়ার আগে তাড়াতাড়ি মামার দোকানে আইসা ট্রিট দে। নাইলে তোর কলকং যুক্ত পিকচার গুলো ভাইরাল হতে ৫ মিনিট সময় লাগবে না।
বন্ধুত্বের পথটা যেন রঙিন থাকে চিরকাল,

তোর জন্য শুভকামনা, জানাই বারবার।

জীবনে তোর আসুক সুখ, মুছে যাক সব ব্যথা,

শুভ জন্মদিন জানাই তোর, হৃদয়ের সাজে।

💞🎂💞” শুভ জন্মদিন” বন্ধু।।💞🎂💞

ছোটবেলা থেকে এখন পর্যন্ত তর আর আমার বন্ধুত্ব নিয়ে যদি উপন্যাস লিখা হয় তাও শেষ হবে না আমাদের বন্ধুত্বের কথা। আমার আর তর বন্ধুত্ব চিরকাল অমলিন থাকুক।

💞🎂💞শুভ জন্মদিন বন্ধু।💞🎂💞

বছরের পর বছর বন্ধুত্ব রঙ বদলাবে, জীবনের রঙ বদলাবে,, কিন্তু তুই ছিলি আর থাকবি অনন্য হয়ে।

💞💞” শুভ জন্মদিন” বন্ধু।💞💞

বন্ধুত্বের পথটা যেন রঙিন থাকে চিরকাল,
তোর জন্য শুভকামনা জানাই বারবার।
জীবনে তোর আসুক সুখ, মুছে যাক সব ব্যথা
শুভ জন্মদিন জানাই তোর, হৃদয়ের সাজে।

💞💞 শুভ জন্মদিন বন্ধু।💞💞

বন্ধুর জন্মদিনে সেরা স্ট্যাটাস

  • শুভ জন্মদিন প্রিয় বন্ধু, জ্ঞানের আলোয় আলোকিত হও।
  • শুভ জন্মদিন বন্ধু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা দোয়া ও ভালোবাসা রইলো তোর জন্য বন্ধু।
  • শুভ জন্মদিন বন্ধু । সকল দুশ্চিন্তা মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাও । মুক্ত বাতাসের খোঁজে ।
  • স্বার্থক হোক তোমার নতুন দিনগুলি। সকল সৎ উদ্দেশ্য পুরন হোক দোয়া করি। শুভ জন্মদিন বন্ধু।
  • এক দুই তিন, আজকে আমার বন্ধুর জন্মদিন! শুভ জন্মদিন বন্ধু। অনেক অনেক বড়ো হও সুখী হও জীবনে।
  • নিজেকে অনেক ধন্য মনে করি তোমার বন্ধু হতে পেরে। তুমি যেমন, আমার কাছে বিশেষ! তেমন তোমার জন্মদিনও আমার কাছে বিশেষ কিছু। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
  • জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বন্ধু💞💞এত বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্বের মধুরতা কখনও মলিন হয়নি। তোর জন্মদিনে চাই তুই সবসময় সুখে থাকিস।
  • তুই আমার জীবনের প্রতিটি মূহূর্তের অংশীদার। আজ তোর জন্মদিনে কথা দিচ্ছি, তোর পাশে থাকবো আজীবন। শুভ জন্মদিন, বন্ধু!
  • সকল দুশ্চিন্তা মুছে ফেলে সামনে এগিয়ে যাও মুক্ত বাতাসের খোঁজে। স্বার্থক হোক তোমার নতুন দিনগুলি। শুভ জন্মদিন বন্ধু।
  • শুভ জন্মদিন বন্ধু। কিছু কিছু মানুষের প্রতি ভালোবাসা জন্মদিনের স্ট্যাটাস দিয়ে হয় না, ভালোবাসা অন্তরে থাকে..। আমার হৃদয়ের গভীর থেকে তোমার জন্য শুভ কামনা রইল বন্ধু।
  • শুভ জন্মদিন নরম মনের সম্রাট! ভালোবাসা লিখে প্রকাশ করা যায়না, তোর প্রতি ভালোবাসা সারা জীবন যেনও বেঁচে থাকে।
  • জন্মদিনের শুভেচ্ছা বন্ধু! তুই আমার জীবনে না থাকলে, আজকের এই সুন্দর দিন হয়তো কখনও এমন সুন্দর হতো না।
  • জন্মদিনের স্ট্যাটাস দিয়ে ভালোবাসা হয় না! বন্ধুত্ব ভালোবাসা-টা অন্তরেই থাকে। সারাজীবন এই ভাবে-ই পাশে থাকিস, সব শেষে তোর সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।

শেষ কথা

পৃথিবীর সকল বন্ধুকে জানাই আমার হৃদয় থেকে ভালোবাসা। ধন্যবাদ প্রিয় পাঠক উক্ত পোস্টটি পড়ার জন্য। বন্ধুত্বের তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না। বন্ধুত্বের কথা আসলে লিখে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। যদি আপনার কাছে পোস্ট টি ভালোলাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *