বাংলা প্রেমের এস এম এস

আজকের আর্টিকেল সাজানো হয়েছে মনের ভাব প্রকাশে  কিছু বাংলা প্রেমের এসএমএস  নিয়ে । আমরা অনেক সময় মনের ভাব প্রকাশ করতে মেসেজ দিতে চাই।  কিন্তু কি লেখবো তা ভেবে উঠতে পারিনা। তাই । এই এসএমএস গুলো থেকে আপনার মনের ভাব প্রকাশে কাজে আসবে। আশা করি এই বাংলা প্রেমের এসএমএস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । আপনার মতামত আমাকে আরো উৎসাহ জাগাবে নতুন ও সুন্দর কিছু প্রেমের এসএমএস নিয়ে আসতে । বাংলা প্রেমের এই এসএমএস গুলো পড়ে দেখার আমন্ত্রণ রইলো ।

তোমার মনের গহীন জ্বলে ফেলবো প্রেমের বড়শি, মাছের মত ঠোকর দিবে দেখবে পাড়া পড়শি।

যদি বৃষ্টি হোতাম, তোমায় দিতাম ছুঁয়ে ।              মনে জমা বিষাদ টুকু এক নিমিষেই দিতাম কমিয়ে ।

মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,

কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে।

আমি তেমন কিছুই চাই না, শুধু চাই তোমার হৃদয়ের একটু জায়গা, যেখানে থেকে আমি সারা জীবন তোমাকে ভালোবাসতে পারি।

শীতের চাঁদর জড়িয়ে,          কুয়াশার মাঝে দাঁড়িয়ে,

হাত দুটো দাও বারিয়ে,

শিশিরের শীতল স্পর্শে যদি,

শিহরিত হয় তোমার মন”

বুঝে নিও আমি আছি তোমার পাশে সর্বক্ষণ।

জীবনটার শুরুটা হয়তো তোমার হাত ধরে হয়নি, কিন্তু শেষটা তোমার হাত ধরেই করতে চাই।

প্রেম নামক সুখ পাখি আমার,                                রেখেছি তোমায় বুকের খাঁচায় ।

সেই  সুখ পাখি  অকারণে আমাকে কাদায় ।

তোমার ফোনে একটু বিজি থাকলে আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসে , বিশ্বাস করো এটা সন্দেহ নয়, এটা তোমাকে হারিয়ে ফেলার ভয়।

                প্রেম তুমি বড়ই নিষ্ঠুর,প্রেমে পড়লে বুঝা যায় ।

প্রেম তুমি বড়ই  নিষ্ঠুর,

প্রেমে পড়লে জীবনকে অনুভব করা যায়।

কোমরের ওই বিছা দিয়ে তোমায় বেধে রাখবো, কাজল দুয়া চোখ নিয়ে তোমায় ইশারেতে ডাকবো। বুকে তোমার ছবি এঁকে, দেখবো তোমায় স্বপ্নে। তোমার সাথে বৈঠা হাতে দেবো সাগর পাড়ি।`

ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,                                চাঁদ যদি পারে রাতকে জাগাতে,

মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে,

তাহলে তুমি কি পারবেনা আমায় ভালোবাসতে?

দেহের রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ প্রিয় মানুষটির কাছেই থাকে ।

সত্যিকারের ভালোবাসা,               একটি অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে।

আবার মিথ্যে ভালোবাসা,

একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।

তোর সাথে উড়বো, তোর সাথে ঘুড়বো, তোর সাথে খেলবো লুকোচুরি। চুল করে দে এলোমেলো, ভেঙ্গে দেনা চুড়ি। তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি।

কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি।

সুন্দর তোমার মন,

ভলোবেসে হারায় দুজন।

ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়।

মায়াবি তোমার আখি,দিওনা আমায় ফাঁকি।

মিস্টি তোমার হাসি,

আমি তোমাকে অনেক ভালবাসি।

রোমান্টিক প্রেমের এস এম এস

  • I Love U শোনার চেয়ে , I Trust U কথাটার মূল্য অনেক বেশি। কারণ ভালো সবাই কে বাসা যায়, কিন্তু বিশ্বাস সবাইকে করা যায় না।
  • তুমি জানতে চাও, আমার প্রিয় মানুষটি কে? তাহলে প্রথম শব্দটা আবার পড়ো।
  • মনের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোকে নিয়ে, তোকে ছাড়া অবুজ হৃদয় চলবে কি দিয়ে? তুই আমার নয়ন মনি অন্ধকারের আলো, তুই ছাড়া এক মুহূর্ত লাগে না যে ভালো।
  • জীবনে কিছু পাই বা না পাই, মা-বাবার পর এমন একজন কে পেয়েছি , যাকে কখনোই হারাতে চাই না।
  • কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারণ এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না।

শেষ কথা

আশা করি আমার আজকের এই আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *