কি অপেক্ষা করছে ২৬ সেপ্টেম্বর ২০২৪?
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৪ নিয়ে গুঞ্জন, আলোচনা ও উত্তেজনা বেড়েই চলেছে। ২৬ সেপ্টেম্বর কী হবে ? কি অপেক্ষা করছে ? এই ধরনের প্রশ্নে সয়লাব ফেসবুক, এক্স (টুইটার) ও ইন্সটাগ্রাম সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ২৬ তারিখ নিয়ে একের পর এক পোস্ট,ভিডিও এমনকি প্রচুর রিলস ও দেখা যাচ্ছে। কেউ কেউ এ নিয়ে রসিকতা করলেও অনেকে বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন। সবার আগ্রহের বিষয় কি হবে ওইদিন?
সামাজিক যোগাযোগ মাধ্যমে কী হচ্ছে?
এক্স (টুইটার), ইন্সটাগ্রাম ও ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ দিলেই দেখা যায় তারিখটি কীভাবে ট্রেন্ড হয়ে গেছে। এক্স (টুইটার) ও ফেসবুকের তথ্যমতে, এই বিষয়ে ২ লাখ ৪৬ হাজারেরও বেশি ব্যবহারকারী কথা বলছেন। অনেকে মজা করে লিখেছেন, ‘২৬ তারিখে অনেকে কোটিপতি হয়ে যাবেন!’ কেউ আবার জানাচ্ছেন, তারা কবে কোথায় জমি বা গাড়ি কিনবেন আবার কেউ এমন খবর ও প্রচার হয়েছে যে, ২৬ তারিখে কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?।
২৬ সেপ্টেম্বরের আসল কাহিনী কি?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেইম নিয়ে তুমুল আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। টেলিগ্রাম ভিত্তিক গেইমটির নাম হামস্টার কমব্যাট। এই গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি (যেমন কয়েন বা কি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেইমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেইমসটির নির্মাতারা জানিয়েছেন দাবি নেটিজেনদের। যদিও এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গেইমিং প্ল্যাটফর্ম ছাড়াও, হামস্টার কমব্যাট মূলত টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আলোচনা, সমালোচনা ও সন্দেহ
অনেকে আবার বলছেন, টেলিগ্রামে এমন আরো অনেক গেম আছে যেগুলো মাঝেমধ্যে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের মাধ্যমে হামস্টার কমব্যাট সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে।
আবার, অন্যদিকে এর বিরোধিতা করে অনেকে বলেছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না অলস জীবন যাপন করত। তাদের প্রশ্ন হলো, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ৫ ডলার করেও দেয়া হয়, তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে সক্ষম হবে?
শেষ কথা
হামস্টার কমব্যাট গেইমটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাছে খুব জনপ্রিয় একটি গেইম। তাই গেইমাররা নানা রকম আশা ও জল্পনা-কল্পনা তৈরি করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় বিষয়টি কখনো আতঙ্ক, কখনোবা কৌতূহল সৃষ্টি করছে। তবে এত গুঞ্জনের মধ্যেও এটা নিশ্চিত যে, ২৬ সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার সুনির্দিষ্ট কোন কারণ বা আলামত নেই।
Pingback: বিকাশ কাস্টমার কেয়ার ও বিকাশ হেল্প লাইন নম্বর - Hot Info 24